বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ কারিগরি কারণ বশতঃ বেশ কিছু বইয়ের লিঙ্ক কাজ করছে না। সেগুলো ধীরে ধীরে ঠিক করে দেওয়ার কাজ চলছে। কিছু বই অপেক্ষাকৃত ভালো করতে গিয়ে একটু সময় লাগছে। ফেসবুক গ্রুপে প্রত্যেক আপডেট জানিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে নতুন বই দেবার ও চেষ্ট চলছে ।

প্রেমাঙ্কুর আতর্থী

বাংলা ভাষার সমস্ত লেখক - এক জায়গায় ক্রমানুসারে

প্রেমাঙ্কুর আতর্থী
জন্ম - ১লা জানুয়ারী, ১৮৯০                                                               মৃত্যু - ১৩ই অক্টোবর, ১৯৬৪
ফরিদপুর, বাংলাদেশ                                                                                               কলকাতা, ভারত


বাংলা সাহিত্যের ভূবনে অ্যাডভেঞ্চারপ্রিয় কথাসাহিত্যিক হিসাবে বিশেষভাবে পরিচিত ছিলেন প্রেমাঙ্কুর আতর্থী । প্রেমাঙ্কুর আতর্থী ছিলেন কথাসাহিত্যিক , সাংবাদিক , পত্রিকা-সম্পাদক ও চলচিত্র নির্মাতা । প্রেমাঙ্কুর আতর্থী 1890 সালে জানুয়ারি মাসের 1 তারিখে অধুনা বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর শহরে ভুমিষ্ঠ হন । প্রেমাঙ্কুর আতর্থীর পিতা মহেশচন্দ্র আতর্থী ব্রাহ্মসমাজের প্রচারক ও " আদর্শ পুরুষ " গ্রন্থের লেখক ছিলেন । পিতা ব্রাহ্মসমাজের প্রচারক ছিলেন বলে প্রেমাঙ্কুর আতর্থী নিজের শৈশবকাল বর্তমান ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতা শহরে অতিবাহিত করেন । এই মাননীয় কথাসাহিত্যিক কলকাতা শহরে মধ্যস্থিত ব্রাহ্ম বিদ্যালয়ে বিদ্যাশিক্ষা আরম্ভ করেন এবং এরপরে তিনি ডাফ স্কুল , কেশব একাডেমি , সিটি কলেজ স্কুল ও ব্রাহ্ম বয়েজ বোর্ডিং এন্ড ডে স্কুলে বিদ্যাশিক্ষা করেন । কোন স্কুলে স্থায়ীভাবে বিদ্যাশিক্ষা না করার জন্য এই শ্রদ্ধেয় কথাসাহিত্যিক প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা লাভ করতে ব্যর্থ হন এবং পরে তিনি নিজ প্রচেষ্টায় দেশবিদেশের সাহিত্য ও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করেন । 

এই বরণীয় কথাসাহিত্যিক বাল্যকাল থেকেই কল্পনাপ্রবণ ও অ্যাডভেঞ্চারপ্রিয় ছিলেন বলে স্কুলে পাঠরতা থাকাকালীন বোম্বাই গমন করে ওস্তাদ করমতুল্লা খাঁর কাছে সেতার বাদন শিক্ষা করেন এবং কিছুকাল পরে কলকাতায় আগমন করে প্রথমে তিনি এই শহরে মধ্যস্থিত চৌরঙ্গী এলাকায় ক্রীড়াসামগ্রীর দোকানে চাকুরি গ্রহন ও পরে হিন্দুস্থান , বৈঠক , যাদুঘর , ভারতবর্ষ , সংকল্প , নাচঘর , ভারতী প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন । এই পূজনীয় কথাসাহিত্যিক ' বৈকালী ' ( সান্ধ্যপত্রিকা ) , ' যাদুঘর ' ( কিশোরদের মাসিক পত্রিকা ) , ' জাহ্নবী ' ( মাসিক ) পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার কাজে যুক্ত ছিলেন এবং 1938 সালে প্রকাশিত আকাশবাণীর মুখপত্র ' বেতার জগৎ '-এর তিনি ছিলেন প্রথম সম্পাদক । এই সম্মাননীয় কথাসাহিত্যিক চলচ্চিত্র জগতের যুক্ত ছিলেন এবং " পুনর্জন্ম " নামে একটি বাংলা ছবিতে অভিনয় করে চলচ্চিত্র জগতে তিনি আত্মপ্রকাশ করলেও পরে চলচ্চিত্র পরিচালনাও করেন । এই স্বনামধন্য কথাসাহিত্যিক প্রথমে লাহোরের ( বর্তমানে এই শহরটি পাকিস্তানে অবস্থিত ) একটি চলচ্চিত্র প্রতিষ্ঠানে ও পরে কলকাতার নিউ থিয়েটার্স লিমিটেডে চিত্র পরিচালনার কার্যে অংশগ্রহন করেন এবং শেষোক্ত প্রতিষ্ঠানের " দেনাপাওনা " নামে প্রথম সবাক চলচ্চিত্রের তিনি পরিচালক হন । এই প্রখ্যাত কথাসাহিত্যিক পরিচালিত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল -- দেনাপাওনা , কপালকুণ্ডলা , দিকশূল , ভারত-কী-বেটী , সরলা , সুধার প্রেম , ইহুদী- কী - লড়কী প্রভৃতি । এই কল্পনাপ্রবণ কথাসাহিত্যিক " মহাস্থবির " ছদ্মনামে তিন খণ্ডে বিভক্ত আত্মজীবনী " মহাস্থবির জাতক " রচনা করে খ্যাতি লাভ করেন এবং এই আত্মজীবনীতে রসবোধ , জীবনের বিপুল অভিজ্ঞতা , কথ্যভাষাশ্রিত বাস্তব ঘটনার প্রতিফলন লক্ষ্য করা যায় । 

এই অ্যাডভেঞ্চারপ্রিয় কথাসাহিত্যিকের রচিত গ্রন্থগুলির মধ্যে -- ঝড়ের পাখি , চাষার মেয়ে (1924 ) , আনারকলি (1925) , বাজিকর , দুই রাত্রি , কল্পনা দেবী , তখত হাউস , মহাস্থবির জাতক ( প্রথম খণ্ড -- 1944 , দ্বিতীয় খণ্ড -- 1947 ও তৃতীয় খণ্ড -- 1954 ) প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । এই প্রথিতযশা কথাসাহিত্যিক 1964 সালে অক্টোবর মাসের 13 তারিখে লোকান্তরিত হন । রম্যরস , ঘটনাবৈচিত্র ও রোমাঞ্চ দ্বারা ভরপুর গ্রন্থগুলি রচনা করার জন্য বাংলা সাহিত্যপ্রেমীগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রেমাঙ্কুর আতর্থী ।


কৃতজ্ঞতা - Shining Subir.

নীচে তার রচনার ওপর ক্লিক করলে নির্দিষ্ট বইটি পেতে পারেন।

অ - ঔ ক - ন প - ম, শ স, ষ, র, ল, য, হ, ক্ষ

















































































































একটি আবেদন - 
কেউ যদি কোনো বই/ পত্রিকা স্ক্যান করতে / দিতে চান 
বা সূচীপত্র ও.সি.আর. করতে চান - 
তাহলে নিচের ইমেলে যোগাযোগ করবেন 

babuipakhi819@gmail.com 

No comments:

Post a Comment